Homeসারাদেশআওয়ামী শাসনামলে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে- শেখ নাসির...

আওয়ামী শাসনামলে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে- শেখ নাসির উদ্দিন

শেখ নাসির উদ্দীন, খুলনা জেলা প্রতিনিধিঃ

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা ও বীর শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বন্ধ মিল কলকারখানা চালু, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২৫ অক্টোবর) খুলনার বিকাল ৩ টায় আড়ংঘাটা বাজার কাউন্সিল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার উদ্যোগে গণ সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা আড়ংঘাটা থানার সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়ল এর সভাপতিত্বে ও সেক্রেটারী কাজী তোফায়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, গত আওয়ামী শাসনামলে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে দুর্নীতি, দুঃশাসন ও লুটতরাজের মহড়া চলেছিলো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদেরকে বিতারিত করেছে। কিন্তু দুর্নীতিবাজরা এখনো দেশের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান বিগত দিনে যারা দুর্নীতি ও দুঃশাসন করেছে মানুষের জান মালের ক্ষয়ক্ষতি করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন, বিদেশে পাচারকৃত সকল অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে এবং সেই সাথে দুর্নীতিবাজদের সকল অবৈধ সম্পদকে বাজেয়াপ্ত করতে হবে। কারণ এই সম্পদ দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের সম্পদ।

গণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন বলেন, শিল্প নগরী খুলনার অসংখ্য মিল কলকারখানা দীর্ঘদিন যাবত বন্ধ অবস্থায় পড়ে আছে। যার কারণে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে দিশেহারা হয়ে গিয়েছে। নেতারা বন্ধকৃত সকল মিল কলকারখানা অবিলম্বে খোলার আহবান জানান এবং বিগত দিনে যারা এসকল মিল কলকারখানায় অবৈধ হস্তক্ষেপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার আহবান জানান।

গণ সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানার মোঃ সরোয়ার হোসেন বন্দ, আড়ংঘাটা থানার সহ-সভাপতি আজিবার মোড়ল, মোহাম্মদ তৌফিক হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন আড়ংঘাটা থানা সভাপতি মোঃ আকরাম ব্যাপারী, মোঃ ইমরান শেখ, মোহাম্মদ কবির, যুব আন্দোলন আড়ংঘাটা থানার সভাপতি মোঃ সোলাইমান ইমন, কারী আবুল হাসান, মুফতি মিরাজ মাহমুদ, ছাত্র আন্দোলন থানা সভাপতি মোঃ শাহাদাত হোসাইন, মোঃ মোস্তফা প্রিন্স, মোহাম্মদ আবু বক্কর, মোহাম্মদ জিহাদ, মোহাম্মদ মিরাজ, মোঃ মাসুম বিল্লাহ, মোহাম্মদ মুজাহিদ, মোঃ সজিব ফকির, মোঃ জয়নাল, মোঃ হাসান প্রমুখ নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments