Homeরাজনীতিআমতলীতে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আমতলীতে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এইচ এম রাসেল, বরগুনা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরগুনা জেলা আওয়ামীলীগ সাবেক সদস্য ও আমতলী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান এবং সাবেক কাষ্টম কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বিকেলে আমতলী উপজেলা নির্বাহী অফিসার সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেছেন।

জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসন থেকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেতে ২২ জন স্বাম্ভব্য প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সাংসদ অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে দলীয় মনোনয়ন দেন। এতে মনোনয়ন বঞ্চিত হন গোলাম সরোয়ার ফোরকান ও বরগুনা জেলা আওয়ামীলীগের জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকুসহ ২১ জন। জনগনের সমর্থণ পেতে ফোরকান সিদ্ধান্ত নেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে অবতীর্ণ হতে। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া একই সময়ে আরেক স্বতন্ত্র প্রার্থী সাবেক কাষ্টম কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বলেন, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন পেয়েছিলাম কিন্তু তৎকালিন বিএনপি-জামায়াত জোট সরকার ভোট কেটে আমাকে ঠকিয়েছে। এ বছর আমি দলীয় মনোনয়ন চেয়ে পাইনি। তাই জনগনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, দুইজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments