Homeআঞ্চলিকআমতলীতে হাওয়া বিবি নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আমতলীতে হাওয়া বিবি নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে আমতলীতে হওয়া বিবি নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামের (মৃধা ব্রিকস MMB) সংলগ্ন মাঠে গতকাল রাতে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় দুই ইউনিয়নের দুটি শক্তিশালী দল সোনাখালি একাদশ বনাম চুনাখালী KTS একাদশ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টস জিতে সোনাখালী একাদশ ফিল্ডিংযে়র সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে চুনাখালী KTS টিম ১৫৭ রানের টার্গেট দেয় সোনাখালি একাদশকে। নির্ধারিত ১২ ওভারে সোনাখালি একাদশ ১৫৫ রান তুলতে সক্ষম হয়। চার রানে জিতে যায় চুনাখালী KTS একাদশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান। পটুয়াখালী আব্দুল হাই বিদ্যানিকেতন সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ বাবুল বিএসসির সভাপতিত্বে এমএমবি প্রোপাইটার মাহবুব আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সুবিদখালী শাখার ব্যবস্থাপক পরিচালক জনাব শাহানুর আজিজ, ও সাবেক ইউপি সদস্য ও তরুণ আইনজীবী মোঃ মাহবুব আলম। আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান সোহাগ প্রমুখ। উক্ত খেলা পরিচালনা করেন, মেজবাহ উদ্দিন কামাল বিএসসি ও মশিউর রহমান।

ম্যাচ শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী দলকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন ও রানার্সআপ দলকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। খেলায় সার্বিক ব্যবস্থাপনা ছিলেন (মৃধা ব্রিক্সস MMB)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments