Homeঅপরাধআমতলী থানার অভিযোগ তুলে নিতে অস্বীকার করায় প্রাণ নাশের হু'ম'কি

আমতলী থানার অভিযোগ তুলে নিতে অস্বীকার করায় প্রাণ নাশের হু’ম’কি

এইচ এম রাসেল, স্টাফ রিপোর্টঃ

বরগুনার আমতলী থানায় দায়েরকৃত অভিযোগ তুলে নিতে অস্বীকার করায় প্রাণনাসের হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছে শাহীন আকন ও তার পরিবার। সোহেল আকন, সোয়েব আকন ও তাদের সহযোগীরা প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

০৭ ফেব্রুয়ারী ২০২৪ বুধবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে শাহিন আকন বলেন তাদের অব্যহত হুমকিতে আমি ও আমার পরিবার জীবন নিয়ে সঙ্কায় আছি। দ্রত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।

লিখিত বক্তব্যে শাহিন আকন বলেন, গত ৩ ফেব্রয়ারী জমির বিরোধ নিয়ে সোহেল আকন, সোয়েব আকন ও তাদের সহযোগীরা আমাকে মারধর করে। এ ঘটনায় আমি আমতলী থানায় ওইদিন তাদের বিরুদ্ধে অভিযোগ দেই। এ অভিযোগ দেয়ার কারনে তারা ক্ষুব্ধ হয়।পরে তারা আমাকে থানা থেকে অভিযোগ তুলে নিতে চাপ দেয়। কিন্তু আমি এ অভিযোগ তুলে নিতে অস্বীকার করি। এতে তারা আরো ক্ষুব্ধ হয়ে আমাকে ও আমার পরিবারকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমি তাদের ভয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশ প্রশাসনকে দ্রত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।

এ ব্যাপারে সোয়েব আকন প্রাণ নাশের হুমকির কথা অস্বীকার করে বলেন, শাহীন আমার আপন চাচাতো ভাই। তার সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ আছে।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, হুমকির বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে দ্রত ব্যবস্থা নেয়া হবে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments