Homeকৃষিএকঝাক কৃষি প্রেমিকদের নিয়ে ৩১৩ এগ্রো ফার্মের কৃষি বিপ্লব

একঝাক কৃষি প্রেমিকদের নিয়ে ৩১৩ এগ্রো ফার্মের কৃষি বিপ্লব

মুহা: মেহেদী হাসান, কুয়াকাটাঃ

৩১৩ প্রোপার্টিজ লিমিটেড এর  কৃষি প্রজেক্ট ৩১৩ এগ্রো ফার্ম শিক্ষিত তরুণ, যুবক,ছাত্র, আলেমদের নিয়ে ছোট ছোট মূলধনের মাধ্যমে আধুনিক কৃষি বিপ্লব ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে মাত্র ৮ মাসেই আলোর মুখ দেখছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামের ৩১৩ এগ্রো ফার্ম।

একদিকে আধুনিক কৃষিতে লাভের মুখ দেখছে এই ফার্মটি অপর দিকে এলাকার  দরিদ্র , কর্মহীন,এবং বেকার  মানুষদের কর্মসংস্থান তৈরী করে সুনাম অর্জন করছেন এই ফার্মটি।  এক ফসলী জমিকে ১২মাস কৃষি, মৎস ও গবাদি পশু পালন করে সাধারণ মানুষের ধারনাকে পাল্টে দিয়েছেন। শিক্ষিত যুবকদের নিয়ে গড়ে তোলা এই ফার্মটি দেখে আশপাশের মানুষ এখন বারো মাস কৃষি ফলানের স্বপ্ন দেখছেন।

৩১৩ প্রোপার্টিজ লিমিটেড এর ৩১৩ এগ্রো ফার্মে নিয়মিত কাজ করেন এমন একজন শ্রমিক  আব্দুস সাত্তার, সাগরকন্ঠ ২৪.কে  জানান, ধান চাষের পরে আর কোনো কাজ ছিলো না আমাদের। কারণ এগুলা এক ফসলি জমি। কিন্তু এই ৩১৩ এগ্রো ফার্মটির কারণে যেমন আমাদের এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান হয়েছে, পাশাপাশি আমাদের কৃষকদের  কাজ করার সুযোগও হইছে এবং আমরা সব মৌসুমে কৃষিকাজ করার পদ্ধতিও শেখলাম।

৩১৩ প্রোপার্টিজ লিমিটেড এর চেয়ারম্যান  মুফতি হাবিবুর রহমান মিছবাহ বলেন— চাকরির পেছনে  না দৌড়ে আমরা বেশ কিছু শিক্ষিত যুবকদের নিয়ে গত আট মাস আগে এই এগ্রো ফার্মটি করেছি দেশকে আধুনিক কৃষি উপহার দিতে। ইচ্ছা ও পরিশ্রম করলেই আমরা দেশের সকল জমিকে ১২মাস কৃষি চাষে অন্তর্ভুক্ত করতে পারি। এই ফার্মটির মাধ্যমে শিক্ষিত অনেক যুবক যেমন লাভের মুখ দেখেছে তেমনি এলাকায় অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। ৩১৩ প্রোপার্টিজ লিমিটেড আওতায় আরো বেশ কয়েকটি প্রজেক্ট চলমান রয়েছে। শীঘ্রই কুয়াকাটায় ফাইভ স্টার মানের রিসোর্ট মার্কেটের ঘোষণা আসতেছে।

RELATED ARTICLES

4 COMMENTS

  1. আলহামদুলিল্লাহ ৩১৩ এগ্রো ফার্মের একজন সদস্য হতে পেরে আমি গর্বিত।

  2. Salutations! sagorkantho24.com

    Did you know that it is possible to send letter lawfully? We provide a fresh method of sending business offers via contact forms.
    Contact Form messages are usually not sent to spam because they are regarded as important.
    You can now test out our service without having to pay.
    We can send up to 50,000 messages on your behalf.

    The cost of sending one million messages is $59.

    This letter is automatically generated.
    Please use the contact details below to get in touch with us.

    Contact us.
    Telegram – https://t.me/FeedbackFormEU
    Skype live:feedbackform2019
    WhatsApp +375259112693
    WhatsApp https://wa.me/+375259112693

    We only use chat for communication.

  3. Big news! We’ve discovered a game-changing tool to enhance your SMM and reCAPTCHA challenges.
    By utilizing our selfhosted IPv6 proxy, you’ll benefit from:

    Addressing Google reCAPTCHA v2 and v3 challenges with ease.
    Accessing an extensive array of unique IP addresses through IPv6 proxies, ensuring seamless navigation through bot protection systems.
    Enhancing security and privacy while bypassing restrictions imposed by bot protection mechanisms.
    Don’t let reCAPTCHA challenges hold you back. Contact us now to get started with our IPv6 proxy solution!

    https://listings.surge.sh/posts/proxy-v6/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments