Homeআঞ্চলিককলাপাড়ায় খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঠ উদ্বোধন

কলাপাড়ায় খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঠ উদ্বোধন

রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এতদিন কোনো খেলার মাঠ ছিলনা। স্থানীয় মানুষজনের দাবির প্রেক্ষিতে উপজেলা প্রশাসন শহরের খাসপুকুর এলাকায় বালু ফেলে নিচু জমি ভরাট করে ‘খেলার মাঠ’ তৈরি করে দিয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম আনুষ্ঠানিকভাবে খেলার মাঠ উদ্বোধন করেন। এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘ কলাপাড়া অতি গুরুত্বপূর্ণ একটি এলাকা। অথচ কলাপাড়া পৌর শহরে শিশু-কিশোরদের খেলাধূলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে কোনো উন্মুক্ত মাঠ ছিলনা।

স্থানীয় মানুষজনের দাবীর প্রেক্ষিতে শহরের খাস পুকুর পার এলাকায় প্রায় দেড় একর সরকারি জমি ভরাট করে খেলার মাঠ করে দিয়েছি। আমি মনে করি শিশু-কিশোররা মনো সামাজিক সুরক্ষার জন্য নিয়মিত এ খেলার মাঠটি ব্যবহার করতে পারবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments