Homeঅপরাধকলাপাড়ায় চাঁদার দাবীতে তরমুজ চাষীকে মারধরের অভিযোগ

কলাপাড়ায় চাঁদার দাবীতে তরমুজ চাষীকে মারধরের অভিযোগ

রাসেল মোল্লা কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদাবাজদের দাবীকৃত চাঁদা না দেয়ায় ফিরোজ নামের এক তরমুজ চাষীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এসময় তার বসত ঘরে থাকা ৪ লক্ষ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। সোমবার (১ মার্চ) বেলা সাড়ে দশটার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে অভিযোগকারীর নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। ওই গ্রামের রিজন হাওলাদার, রাকিবুল মৃধা, মাসুম সরদার, রাজিব হাওলাদার ও তারেক মৃধাসহ অজ্ঞাত আরোও ৪/৫ জনকে অভিযুক্ত করে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কৃষক ফিরোজ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের খলিল জোমাদ্দারের ছেলে ভুক্তভোগী ফিরোজ একজন তরমুজ চাষী। তার তরমুজের ফলন ভালো হওয়ায় অভিযুক্তরা বিভিন্ন সময়ে টাকা দাবী করে। তাদের দাবীকৃত টাকা না দিলে ক্ষেতের তরমুজ নষ্ট করার হুমকি দিলে নিরুপায় হয়ে তিনি ৫০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু এতে তারা সন্তুষ্ট না হয়ে আরো টাকা দাবী করতে থাকে। ভুক্তভোগী চাষী ফিরোজ তাদের আরোও ১০ হাজার টাকা প্রদান করেন। এতেও তারা ক্ষান্ত হয় না। অবশেষে ঘটনার দিন ভুক্তভোগীর বসত বাড়িতে ঢুকে আরো টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও জখম করে ঘরের মধ্যে থাকা ৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসলে খুন জখমের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments