Homeঅপরাধকলাপাড়ায় সরকারী খাল দখলমুক্ত করতে দু-পক্ষের হামলা, আহত-৫

কলাপাড়ায় সরকারী খাল দখলমুক্ত করতে দু-পক্ষের হামলা, আহত-৫

রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী খাল দখলমুক্ত করতে গিয়ে দু-পক্ষের হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পশ্চিম তুলাতলী গ্রামের ইটবাড়িয়া পেখার খালকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনকে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তী করা হয়েছে। কতিপয় প্রভাবশালী নেতারা দীর্ঘ বছর ধরে এ খালটি অবৈধভাবে দখল করে রাখায় গ্রামবাসী একত্রিত হয়ে খালটি উন্মুক্ত করেছে বলে স্থানীয়রা দাবী করেন।

স্থানীয় বাসিন্দা আবুল বাশার গাজী, পারভেজ তালুকদার ও নূরুল আমিনসহ অনেকেই জানান, সোনাপাড়া, পক্ষিয়াপাড়া, বৈদ্যপাড়া ও তুলাতলী গ্রামের প্রায় ৭ থেকে ৮’শ একর জমির চাষাবাদের পানি এ খাল থেকে সরবরাহ করা হয়। আবার বর্ষা মৌসুমে অতি বৃষ্টির পানি এ খাল দিয়েই অপসারন করা হয়। অথচ স্থানীয় সাইফুল গাজী, আলতাফ গাজী, সালাম গাজী ও শাহালম গাজীসহ সাবেক ক্ষতাশীন দলের প্রভাবশালী ব্যক্তিরা একত্রিত হয়ে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে এ খালটিকে দখল করে রেখেছিল। এতে সাধারন মানুষসহ কৃষকদের চরম ভোগান্তি হয়। এজন্য গ্রামবাসী একত্রিত হয়ে খালের ৯ টি স্থানের বাঁধ কেঁটে সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত করেন।

এবিষয়ে অভিযুক্ত আলতাফ গাজী বলেন, খালটি চার বছরের জন্য ইজা নেয়া হয়েছে। কিন্তু তারা জোর করে মাছ ধরেছে এবং খালের বাঁধ কেটে দিয়েছে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments