Homeআঞ্চলিককুয়াকাটায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

কুয়াকাটায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

পটুয়াখালীর কুয়াকাটায় ইসলামী আন্দোলন বাংলাদেশে মহিপুর থানা শাখার উদ্যোগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা, দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্য ও ভোটাধিকার রক্ষার্থে এবং পি.আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কুয়াকাটা পর্যটন হলিডে হোমস মাঠে মহিপুর থানা ইসলামী আন্দোলনের আয়োজনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে মহিপুর থানা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন মুসার সভাপতিত্বে ও সেক্রেটারি মাস্টার মোহাম্মদ ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা সভাপতি আলহাজ্ব মুফতি মুহাম্মদ হাবিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা সহ-সভাপতি হাওলাদার মোহাম্মাদ সেলিম মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সাবেক সেক্রেটারি মাওলানা আর.আই.এম অহিদুজ্জামান, সদস্য আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান আব্বাসী, কলাপাড়া উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মনিরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি হাফেজ মো. যোবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আসাদুজ্জামান ইউসুফ, কলাপাড়া পৌর শাখার সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার, ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম, ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ জিহাদী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘সাম্য, ন্যায়বিচার ও আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত স্বাধীনতা দুর্নীতি, লুটপাট, বৈষম্য ও খুনের বিরুদ্ধে। তাই ঐক্যবদ্ধভাবে সবাইকে সমাজ থেকে অরাজকতা দূর করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

গণসমাবেশে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী। অনুষ্ঠান শেষে স্থানীয় কয়েকজন যুবক ইসলামী আন্দোলনে যোগদান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments