Homeজাতীয়কুয়াকাটায়  স্কুলচলাকালে  অসুস্থ  ২  শিক্ষার্থী 

কুয়াকাটায়  স্কুলচলাকালে  অসুস্থ  ২  শিক্ষার্থী 

কেএম শাহাবুদ্দিন শিহাব, নিজস্ব প্রতিবেদকঃ

পটুয়াখালীর কুয়াকাটায় ‘কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের’ দুই শিক্ষার্থী ক্লাস চলাকালীন সময়ে অতিরিক্ত গরম এবং বিদ্যুৎ না থাকায় হঠাৎ  অসুস্থ হয়ে পড়ে। সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ষষ্ঠ শ্রেণীর ওই শিক্ষার্থীরা অসুস্থ হলে দ্রুত তাঁদেরকে ক্লাসরুম থেকে বের করে প্রাথমিক চিকিৎসা করা হয়।

স্কুল সূত্রে জানা যায়, ক্লাস চলাকালীন সময়ে বেশ কিছুক্ষন বিদ্যুৎ না থাকায় মোসা. কারিমা ও মো. ইমান ইসা নামের ওই দুই শিক্ষার্থী অসুস্থ হয়। পরে ওই শিক্ষার্থীদের বাহিরে নিয়ে এসে পানি পান করান এবং ভবনের নিচে বাতাসের ব্যবস্থা করলে তারা সুস্থ হয়, পরে শিক্ষকরা তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয়। অন্যান্য শিক্ষার্থীদেরকে খোলা জায়গায় রাখা হয়।

ওইসময় ক্লাস নিচ্ছিলেন মাওলানা মঈনুল ইসলাম মান্নান। তিনি বলেন, ‘সকাল থেকেই বিদ্যুৎ নেই। এরমধ্যে ক্লাস নিচ্ছিলাম। হঠাৎ ওরা দুজন ডাক দিয়ে শরীর খারাপের কথা বললে আমি ক্লাস বন্ধ করে দিই। এরমধ্যে ওরা অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের বাইরে নিয়ে আসি।’

বিদ্যালয়ের ৬ষ্ঠ  শ্রেণির  শিক্ষার্থী তামান্না তানু বলেন, একদিকে গরম অন্যদিকে বিদ্যুৎ না থাকার কারণে  গরমে অতিষ্ঠ হয়ে অনেকে বাড়ি চলে গেছে। গরম সহ্য করে স্কুলে থাকা যাচ্ছে না। এর মধ্যে যারা ক্লাসে  ছিল তাদের মধ্যে ২ জন অসুস্থ হয়ে পড়ে। পরে ৪র্থ ঘণ্টা পর স্কুল ছুটি দিয়ে দেয়।

এ বিষয়ে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান  জানান, গতকাল থেকে স্কুল খোলা কালকে সমস্যা হয়নি, আজকে দশটায় ক্লাস শুরুর কথা থাকলেও আমরা এর আগেই ক্লাস শুরু করি। এবং দুপুর একটার মধ্যে শিক্ষার্থী ছেড়ে দেই। এরমধ্যেই সাড়ে দশটার দিকে বিদ্যুৎ না থাকার কারণে এই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে। সাথে সাথে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানিয়েছি এবং বিদ্যুৎ অফিসে ফোন করেছি পরে বিদ্যুৎ দিয়েছে। এছাড়া অনেক শিক্ষার্থী মাথা ব্যাথা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এখন।

কলাপাড়া উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান খান বলেন, অসুস্থতার  সাথে সাথেই খবরটা আমরা পেয়েছি। এখনই শিক্ষার্থীদের শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসা নেয়ার কথা বলা হয়েছে। অতিরিক্ত গরমে এই ধরনের সমস্যা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments