Homeঅন্যান্যকেক কেটে, স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকি উদযাপন

কেক কেটে, স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকি উদযাপন

মোঃ রেজাউল ইসলাম:-বরগুনা জেলা প্রতিনিধি:-বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন:-স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশন’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আজ।স্বপ্নপূরণ ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে এর প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়। জয় বাংলা ইয়ুথ এওয়ার্ডে বরগুনা জেলার একমাত্র ফাইনালিস্ট সংগঠন স্বপ্ন পূরন যুব ফাউন্ডেশনের পাথরঘাটা উপজেলা শাখা। স্বপ্নপূরণ ফাউন্ডেশনর উপদেষ্টা জনাব মোঃ রোকনুজ্জামান খান, সংগঠনের আহ্বায়ক তাসনুবা তাবাসুম এশা ও সদস্য সচিব নুসরাত জাহান নেহার মাধ্যমে সকল ছোট বাচ্চাদের নিয়ে এই দ্বিতীয় প্রতিষ্ঠা বাষিকি পালিত হয়। সংগঠনের আহ্বায়ক তাসনুবা তাবাসুম এশা তার বক্তব্যে বলেন,পাথরঘাটায় স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করার পর থেকে আমরা সবসময় মানুষের পাশে আছি। সমাজসেবামূলক কাজ করা ছাড়াও আমরা ইতিহাস ঐতিহ্য নবপ্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছি । এজন্য ইতিপূর্বে গত ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবসে নবপ্রজন্মকে সাথে নিয়ে মোমবাতি প্রজ্জ্বলনসহ আলোচনা সভার মাধ্যমে সবার মাঝে দেশের সঠিক ইতিহাস সকলকে জানানোর চেষ্টা করেছি৷ আমরা সর্বসময় চেষ্টা করেছি সমাজ ও মানুষের কল্যানে কাজ করার জন্য। সংগঠনের সদস্য সচিব নুসরাত জাহান নেহা বলেন,সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যারা আর্থিক,মানসিক এবং যুক্তি-বুদ্ধি পরামর্শ দিয়ে সর্বসময় পাশে ছিলেন, আমরা আজকের এই শুভ দিনে পাথরঘাটা স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশন’র পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আরো বলেন, আগামী দিনেও সংগঠনটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সকলের সহযোগীতা ও ভালোবাসা কামনা করছি। এই সময় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments