Homeদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনচট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৫৭৪৯৯ শেষ হাসি হাসলেন মুজিবুর রহমান সিআইপি

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৫৭৪৯৯ শেষ হাসি হাসলেন মুজিবুর রহমান সিআইপি

আলমগীর ইসলামাবাদী, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে ৫৭৪৯৯ ভোটে বিজয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি। ৭ জানুয়ারি রবিবার সকাল ৮ টা হতে ভোট গ্রহণ শুরু করে বিকেল ৪ টায় ভোট গ্রহণ শেষ হয়।

সহকারি রিটার্নিং অফিসারের কার্যলয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে বেসরকারি প্রাথমিক চূড়ান্ত ফলাফল ঘোষণা দেন।

চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে মোট ভোটার ছিল ৩৭০৭৭৫। তন্মধ্যে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১২৯২২৩। বৈধ ভোটের সংখ্যা ৯২২৫৫। বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৬৯৬৮।

বাঁশখালী আসনে মোট প্রার্থী ছিল ১০ জন। তন্মধ্যে ভোট গ্রহণ শেষ হওয়ার ১৫ মিনিট পূর্বে নৌকার প্রার্থীর মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ নানান অভিযোগের দায়ে প্রার্থীতা হারান। বাকি ৯ জন প্রার্থীর মধ্যে ৫৭৪৯৯ ভোটে ঈগল প্রতিকে মুজিবুর রহমান সিআইপি বিজয়ী হন। ট্রাক প্রতিকে আব্দুল্লাহ কবির লিটন পেয়েছেন মোট ৩২২০ ভোট। মোমবাতি প্রতিকে মোহাম্মদ মহিউল আলম চৌধুরী পেয়েছে মোট ১১২৫ ভোট। চেয়ার প্রতিকে আব্দুল মালেক পেয়েছে ৫০৩ ভোট। কুড়েঘর প্রতিকে অশীষ কুমার শীল পেয়েছে ৩১১ ভোট। বেঞ্চ প্রতিকে মোঃ খালেকুজ্জামান পেয়েছে ২৯৩ভোট। মিনার প্রতিকে মোঃ শফকত হোসাইন চাটগামী পেয়েছে ১১৪ ভোট। আম প্রতিকে মোঃ মামুন আবছার চৌচৌধুরী পেয়েছে ১০৬ ভোট। ডাব প্রতিকে এম জিল্লুল করিম শরীফ পেয়েছে ৮৪ ভোট।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার (চট্টগ্রাম-১৬) জেসমিন আক্তার বলেন, যথাসময়ে ভোটগ্রহণ শুরু এবং শেষ হয়েছে। এ নির্বাচনে কেন্দ্র ১১৪টি। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments