Homeজাতীয়জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ

জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। এর মধ্যেই নির্বাচন অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হওয়ার বিষয়টি তুলে ধরা হয় জাতিসংঘের ব্রিফিংয়ে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর, স্থানীয় সময়) জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিকের কাছে বাংলাদেশের নির্বাচন নিয়ে সরকারের অনঢ় অবস্থান নিয়ে জানতে চাওয়া হলে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানায় সংস্থাটি।

ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীর প্রতিবেদন বিরোধীদের জেলে রেখে আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে নির্বাচন হতে চলেছে। বলা যায় বাংলাদেশের সরকার একটি একতরফা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। এমন পরিস্থিতিতে আপনি কি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানাবেন? দেশের মানুষ গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ দেখতে চায়।

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমি আগেও আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। আপনি যেমন আমার পূর্বে দেওয়া উত্তরের অংশটি বললেন, যে আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানাই যেখানে লোকেরা কোনো ধরণের ভয়ভীতি ছাড়াই স্বাধীনভাবে ভোট দিতে পারে। এখানে ব্যতয় ঘটলে নির্বাচনের পর আমরা কিছু বলতে পারব। তবে এখন পর্যন্ত আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments