Homeঅপরাধডিবি পুলিশের অভিযানে রাজশাহীতে দেড় কোটি টাকার হেরোইন সহ স্বামী,স্ত্রী আটক

ডিবি পুলিশের অভিযানে রাজশাহীতে দেড় কোটি টাকার হেরোইন সহ স্বামী,স্ত্রী আটক

জেলার গোদাগাড়ী থানাধীন চরআষারিয়াদহের চরকানাপাড়া গ্রামে আজ বৃহস্পতিবার ভোররাত ৪ টার সময় ৩ কেজি হেরোইন উদ্ধার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

অভিযুক্ত সিমা বেগম (৩৫)। সে গোদাগাড়ী থানার চরকানাপাড়া গ্রামের মতিউর রহমানের স্ত্রী।

গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই আঃ রহিম অফিসার ও কয়েজন পুলিশ সদস্য জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা গিয়ে চরকোনাপাড়া গ্রামের উক্ত মহিলাদেরকে মাদক হেরোইন সহ নিজ বসত বাড়ীতে ধরে ফেলে ।পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকে ব্যর্থ করে ডিবি পুলিশ নারী পুলিশের সহায়তায় আসামী মোসাঃ সিমা বেগম (৩৫) কে তার শয়ন ঘরের ভিতর আটক করেন। তার স্বামী অপর আসামি মোঃ মতিউর রহমান শয়ন ঘরের টিনের চালা ভেঙে কৌশলে পালিয়ে যায়। ধৃত আসামি নিজ হাতে তার ঘরে থাকা টিনের বাক্সের মধ্য হতে তিন প্যাকেটে বাদামি বর্ণের ৩ কেজি হেরোইন উদ্ধার করতে সমর্থ হয়। যার আনুমানিক মুল্য দেড় কোটি টাকা।

ধৃত আসামি ১। মোসাঃ সিমা বেগম (৩৫) ও পলাতক আসামী ২। মোঃ মতিউর রহমান (৩৮) দ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারার অধীনে মামলা হয়েছে বলে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments