Homeরাজনীতিতালতলীতে মোটর সাইকেলে শোডাউন করায় স্বতন্ত্রের কর্মীকে ৫০ হাজার জরিমানা

তালতলীতে মোটর সাইকেলে শোডাউন করায় স্বতন্ত্রের কর্মীকে ৫০ হাজার জরিমানা

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে  আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থীকে এক সমর্থককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী)সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (কেতলি ) এর পক্ষে আচরণবিধি লঙ্ঘন করে মোটর সাইকেলে শোডাউনে নির্বাচনী প্রচারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালতলী  সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত  এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত  জানান,( আজ)সন্ধ্যায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে উপজেলার সদর বড়বগী ইউনিয়ন সংলগ্ন তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় বরগুনা ১ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রতীক কেতলি পক্ষে মোটরসাইকেল সহযোগে শোডাউনের সময় হাতেনাতে ধরা হয়।

শোডাউনটি ছত্রভঙ্গ করে দেয়া হয় এবং শোডাউন থেকে ঠাকুর পাড়া এলাকার সোনা মিয়ার  ছেলে মোঃ রাসেল (৩০)কে আটক করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে আচরণ বিধি লঙ্ঘন না করার জন্য সতর্ক করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments