Homeঅন্যান্যতেতুলিয়া নদীতে ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযান

তেতুলিয়া নদীতে ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযান

আনোয়ার হোসাইন (হৃদয়) রাঙ্গাবালী প্রতিনিধি:-ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চররুস্তুম পর্যন্ত তেতুলিয়া নদীর ১০০ কিলোমটার ইলিশের অভয়াশ্রম। ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে টানা দুই মাস এই অভয়াশ্রমে ইলিশসহ সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ।

মৎস্য বিভাগ জানায়, এই নিষেধাজ্ঞা সফল করতে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত তেতুলিয়া নদীর রাঙ্গাবালী অংশে অভিযান চালায় নৌবাহিনী ও মৎস্য বিভাগ। অভিযানকালে পাঁচ হাজার মিটার ইলিশ জাল, ১২টি বেহুন্দি জাল এবং ২১টি চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলো উপজেলার গহিনখালী লঞ্চ ঘাটে জনসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।
এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন রাজু বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে এবং নিষেধাজ্ঞা সফল করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments