Homeদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনপটুয়াখালীতে ভোটকেন্দ্রে দূর্বৃত্তদের আগুন 

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে দূর্বৃত্তদের আগুন 

পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে ‘শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়’ ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি কক্ষের কিছু বেঞ্চ পুড়ে গেছে। শনিবার  (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে  পৌরশহরের শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করেছে পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নূর কুতুবুল আলম ও পুলিশ । এঘটনায় পটুয়াখালী সদর থানায় সাধারণ ডায়রি করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি।
শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী মোঃ ফারুক মৃধা ( শহীদ) বলেন,  আমি বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে ছিলাম। এসময় পূর্ব পাশের কক্ষে আগুন দেখতে পেয়ে দৌড় আসছি। পরে আগুনে পুড়তে থাকা বেঞ্চ গুলো বাহিরে নামিয়ে ফেলেছি। পরে আসপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি বলেন, খবর পেয়ে আমি স্কুলে আসেছি এবং জেলা প্রশাসক স্যারকে জানিয়েছি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায়, বেশি ক্ষয়ক্ষতি হয়নি তিনটা বেঞ্চ পুড়েছে।  পরে থানায় সাধারণ ডায়রি করেছি। ধারনা করা হচ্ছে জালানার ফাকা দিয়ে মশার স্প্রে দিয়ে কক্ষের মধ্যে আগুন দেয়া হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় থানায় জিডি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নূর কুতুবুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুইটা বেঞ্চ পুড়েছে। এ ঘটনায় নির্বাচনের উপরে কোন ধরনের প্রভাব পড়বে না।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments