Homeআঞ্চলিকপটুয়াখালী -৪ অধ্যক্ষ মহিববুর রহমানের প্রতিমন্ত্রী হওয়ার খবরে কলাপাড়ায় আনন্দ মিছিল, মিষ্টি...

পটুয়াখালী -৪ অধ্যক্ষ মহিববুর রহমানের প্রতিমন্ত্রী হওয়ার খবরে কলাপাড়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধিঃ

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিববুর রহমানের প্রতিমন্ত্রী হওয়ার খবরে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে বুধবার রাতে আনন্দ মিছিল ও বৃষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে মন্ত্রী পরিষদ থেকে তিনি ফোন পেয়েছেন বলে জানা গেছে। মো. মহিববুর রহমান মুঠোফোনে এ খবরটি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ মহিব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমানকে হারিয়ে ৬০ হাজার ৮৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে অধ্যক্ষ মো. মহিববুর রহমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্র জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দিন হল শাখা ছাত্র লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পরবর্তীতে তিনি যুবলীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন।

একাদশ সংসদে তিনি প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ধুলাসার গ্রামে তাঁর বাড়ি। তাঁর বাবার নাম মৌলভী জালাল উদ্দিন আহমেদ। এ ছাড়া তিনি তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহন করেছেন।

দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত মহিববুর রহমান প্রতিমন্ত্রীর শপথ নেয়ার ডাক পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকা কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটায় তাঁর সমর্থকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। তা ছাড়া আওয়ামী লীগসহ সাধারণ মানুষের মধ্যে এমন খবরে খুশির জোয়ার বইছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments