Homeআঞ্চলিকবরগুনাতে হুইল চেয়ার পেয়ে খুশি পিতা-পুত্র

বরগুনাতে হুইল চেয়ার পেয়ে খুশি পিতা-পুত্র

মল্লিক জামাল, নিজস্ব প্রতিবেদকঃ

বরগুনা তালতলী উপজেলার একই পরিবারের শারীরিক প্রতিবন্ধী তিন পিতা পুত্রকে হুইল চেয়ার বিতরণ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল ১১টার দিকে ‘বরগুনা জেলা প্রশাসনে উপজেলা প্রশাসনের মাধ্যমে এ হুইল চেয়ার বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে আলম, উপজেলাপল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলম,পি ইউপি সদস্য নজরুল ইসলাম খান প্রমুখ।

হুইল চেয়ার পেয়ে সেলিম বলেন, আমি জন্ম থেকেই প্রতিবন্ধী আমার দুটি সন্তানও প্রতিবন্ধী চলাফেরা করতে না পারায় ঘরের বাইরের জগত কখনো দেখা হয়নি। এখন থেকে গাড়ি করে বিভিন্ন জায়গায় আমরা যেতে পারব এই গাড়িতে আমরা নতুন জীবন পেলাম। যারা আমাদের গাড়ি দিছে তাদের আল্লাহ নেক হায়াত দান করুক।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সব সময়ই অসহায় অসচ্ছল ও অক্ষম ব্যক্তিদের পাশে আছে এবং এই সহযোগিতা আমাদের সব সময় চলমান থাকবে ইনশাল্লাহ। আমরা চাই এই উপজেলার প্রতিটি হাটা-চলা করতে অক্ষম ব্যক্তিদের হুইল-চেয়ার দিয়ে একটু সহযোগিতা করতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments