Homeঅপরাধবরগুনায় জাল ভোট দিতে গিয়ে যুবকের ৬ মাস কারাদণ্ড

বরগুনায় জাল ভোট দিতে গিয়ে যুবকের ৬ মাস কারাদণ্ড

বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনায় জাল ভোট দিতে আসায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আটককৃত যুবকের নাম সাবেত (১৮)। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক লিটন আকন। দণ্ডিত সাবেত সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বাইনসমের্ত গ্রামের ছগির মিয়ার ছেলে।

রবিবার (০৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ৮৫ নম্বর ভোটকেন্দ্র পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার দায়ে সাবেতকে কারাদণ্ড দেয়া হয়।

এ বিষয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. লিটন বলেন, সকাল ১১টার দিকে একবার ভোট দেন সাব্বির। পরে আবারও তিনি ভোট দিতে কেন্দ্র আসেন। এ সময় পোলিং অফিসার তাকে যাচাই বাছাই করে জাল ভোটের বিষয়টি নিশ্চিত হন। পরে কেন্দ্রে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে আটক করেন।

এ সময় তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। বরগুনা ১ ও ২ আসনের ৩০১টি ভোট কেন্দ্রের মধ্যে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments