Homeআঞ্চলিকবরগুনা-১ আসনের ৭৯ হাজার তরুণ ভোটারই জয়-পরাজয়ের ট্রামকার্ড

বরগুনা-১ আসনের ৭৯ হাজার তরুণ ভোটারই জয়-পরাজয়ের ট্রামকার্ড

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী ও বরগুনা সদর) আসনের ৭৯ হাজার ৫০৯ তরুণ ভোটারই জয় পরাজয়ের ট্রামকার্ড। এরা যাকে ভোট দিবে তিনিই হবেন এ আসনের সাংসদ। এ কারনে এ আসনের সকল প্রার্থীর কাছে তরুণ ভোটাররাই অধিক প্রিয়।

জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে চার লক্ষ ৮৩ হাজার ৯১১ জন ভোটার রয়েছে। এর মধ্যে ৭৯ হাজার ৫০৯ জন তরুণ ভোটার। এ তরুণ ভোটাররাই ৭ জানুয়ারীর ভোটের জয় পরাজয়ের ট্রামকার্ড। তরুণ ভোটাররা যাকে ভোট দিবে তিনিই হবেন বরগুনা-১ আসনের সাংসদ। প্রার্থীরাও তরুণ ভোটারদের দিকে বেশি ঝুঁকেছেন। তবে নির্ভরযোগ্য সুত্রে জানাগেছে, তরুণ ভোটাররাই পরিবর্তনের লক্ষে একাট্টা। তারা জানান স্বচ্ছ ও সুষ্ঠু ভোট হলে তারাই ভোট কেন্দ্রে যাবেন এবং পরিবর্তনের লক্ষে ভোট দিবেন। বরগুনা-১ আসনে আওয়ামীলীগ প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বরগুনা জেলা আওয়ামীলীগ জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু, জেলা আওয়ামীলীগ সদস্য গোলাম ছরোয়ার ফোরকান ও সাবেক ছাত্রলীগ নেতা খলিলুর রহমান প্রচারনার দিক থেকে এগিয়ে রয়েছে। তবে এ চার প্রার্থীর মধ্যে গোলাম সরোয়ার টুকু ও গোলাম সরোয়ার ফোরকানই তরুণ ভোটারদের মুল আকর্ষণ।

তরুণ ভোটার নাঈম, সওকত, শাকিল, মার্জিয়া, ফারিহা, তুবা, জান্নাতি, সুমা ও নুরুন্নেছা বলেন, জীবনের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিব। পরিবর্তনের লক্ষে বুঝে শুনেই দেব। যিনি এলাকার উন্নয়ন করবেন তাকেই প্রথম ভোট দিয়ে বরগুনার গর্বিত ভোটার হিসেবে জায়গা করে নেব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments