Homeআঞ্চলিকবরগুনা-১ আসনে ৫৭ কেন্দ্র ঝুঁকিপুর্ণ

বরগুনা-১ আসনে ৫৭ কেন্দ্র ঝুঁকিপুর্ণ

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনে ১৮৭ ভোট কেন্দ্রের মধ্যে ৫৭ কেন্দ্রই ঝুঁকিপুর্ণ। এর মধ্যে আমতলী ২৩, বরগুনা সদর ২৪ ও তালতলী ১০ কেন্দ্র ঝুকিপুর্ণ।

জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে ৪ লক্ষ ৮৩ হাজার ৯১১ ভোটার রয়েছে। এর মধ্যে আমতলী উপজেলায় এক লক্ষ ৭২ হাজার ৩৩৭, বরগুনা সদর উপজেলায় দুই লক্ষ ৩০ হাজার ৬৬০ ও তালতলী উপজেলার ৮০ হাজার ৯১৪ জন ভোটার। এ ভোটাদের সুষ্ঠু ভোট গ্রহনে নির্বাচন কমিশন ১৮৭ টি কেন্দ্র নির্ধারণ করেছেন। ওই কেন্দ্রগুলোর মধ্যে আমতলী ৬৩, বরগুনা ৯৫ ও তালতলীতে ২৯ টি কেন্দ্র। এ কেন্দ্র গুলোর মধ্যে আমতলীতে ২৩, বরগুনা সদর ২৪ ও তালতলী উপজেলায় ১০ কেন্দ্র ঝুকিপুর্ণ।

সুষ্ঠু ভোট গ্রহনে এ ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে অধিক নিরাপত্তা বলয়ে আনার জানিয়েছেন সচেতন নাগরিকরা।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঝুঁকিপুর্ণ কেন্দ্রগুলো নিরাপত্তায় সর্বস্তরের ব্যবস্থা নেয়া হবে। কোন ক্রমেই এ সকল কেন্দ্রে নিরাপত্তার ব্যপারে ছাড় দেয়া হবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments