Homeদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনবরগুনা-১ আসন, প্রতিক পেয়েই প্রচারে প্রার্থীরা

বরগুনা-১ আসন, প্রতিক পেয়েই প্রচারে প্রার্থীরা

আমতলী (বরগুনা) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার প্রতিক পেয়েই বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের চার প্রার্থী প্রচারে নেমে পরেছেন। তারা হলেন আওয়ামীলীগ প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (নৌকা), আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু (ঈগল), গোলাম ছরোয়ার ফোরকান (কেচি) ও খলিলুর রহমান (ট্রাক)। সোমবার দুপুর ২ টার পর থেকেই তারা জোড়ে শোরে তাদের প্রচারনা শুরু করেছেন। এ নির্বাচনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও এ চারজন ছাড়া কেউ প্রথম দিন প্রচারনা শুরু করেনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেতে ২২ জন দলীয় ফরম সংগ্রহ করেন। কিন্তু দলীয় মনোনয়ন পান বর্তমান সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। মনোনয়ন বঞ্চিত হয়ে দলের তিন হেভিওয়েট প্রার্থী বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু, আমতলী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকান , কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংঠনিক সম্পাদক খলিলুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন। এতে একই দলের চারপ্রার্থী ভোট যুদ্ধে সামিল হয়েছেন। প্রতিক পেয়ে এ চার প্রার্থী সোমবার দুপুর ২টার পরপরই প্রচারনা শুরু করেছেন। এ আসনে ১০ জন প্রতিদ্বন্ধিতা করলেও অপর ৬ জন প্রার্থী প্রথম দিনে প্রচারনা শুরু করেনি।

ঈগল প্রতিকের প্রার্থী বরগুনা জেলা আওয়ামীলীগ জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু বলেন, আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা নির্বাচন অংশগ্রহন মুলক করতে প্রার্থীতা উন্মুক্ত করে দিয়েছেন। তাই জনগনের ম্যান্ডেট পেতে প্রচারনা শুরু করেছি। মানুষ এ আসনের পরিবর্তন চায়। বরগুনা জেলাকে স্মার্ট বরগুনা গড়তে ভোট যুদ্ধে সামিল হয়েছি।

কেচি প্রতিকের প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান বলেন, গত ১৫ বছর সারা দেশের উন্নয়ন হলেও বরগুনা-১ আসনের উন্নয়ন হয়নি। এ অনুন্নত বরগুনাকে উন্নয়ন করতেই ভোট যুদ্ধে অবর্তিন হয়েছি। আমার বিশ্বাস এ উন্নয়নের ডাকে বরগুনা-১ আসনের মানুষ সাড়া দেবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments