Homeনির্বাচনমঠবাড়িয়ায় আওয়ামীলীগ অফিসে অগ্নিসংযোগ

মঠবাড়িয়ায় আওয়ামীলীগ অফিসে অগ্নিসংযোগ

মো. রুম্মান হাওলাদার, পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সূর্যমনি (বাসাবাড়ি) এলাকায় একটি আওয়ামীলীগ অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩০ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর – ৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজের কলার ছড়ি প্রতীক সমর্থিত আওয়ামীলীগের নেতা কর্মীরা দলীয় এ অফিসটি পরিচালনা করতো বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে সূর্যমনি (বাসা বাড়ি) বোর্ড স্কুল সংলগ্ন রাস্তার ওপরে ঈগল প্রতীকের সমর্থকরা মাইক বাজিয়ে প্রচার প্রচারনা সহ খাবার রান্না করে আনন্দ উল্লাস করে।নির্বাহী ম্যাজিস্ট্রেট খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন না করার জন্য সতর্ক করে। ম্যাজিস্ট্রেট ঘটনাস্হল ত্যাগ করার সাথে সাথেই পুনরায় রাত ১১টার দিকে মাইক বাজিয়ে বিরিয়ানি রান্না করে এবং প্রশাসনকে তথ্য দেওয়ার বিষয়টি নিয়ে কলার ছড়ি প্রতীকের সমর্থকদের সন্দেহ করে হুমকি দেয়। পরদিন ভোরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার আগের দিন রাতে স্থানীয় বিকাশ হাওলাদার নামে একজনের একটি বাটন মোবাইল হারিয়ে যায়। ভোর ৫টার দিকে পুনরায় মোবাইলটি খুঁজতে আসে সে।তখন প্রথমে ধোঁয়া দেখতে পায়। এরপর সে আগুন দেখে পার্শ্ববর্তী হানিফ মুন্সীর বাড়িতে গিয়ে বিষয়টি জানায়।হানিফ মুন্সী লোকজন ডেকে আগুন নিভাতে সক্ষম হয়। অফিসটিতে একটি ব্যানার রয়েছে। ব্যানারে লেখা রয়েছে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিস।বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি এবং চেয়ার এলোমেলো অবস্থায় পড়ে আছে। সেখানে কলার ছড়ি প্রার্থীর ভাই আওয়ামী লীগ নেতা আশরাফুর রহমানেরও একটি ছবি পড়ে থাকতে দেখা গেছে।

কলার ছড়ি প্রতীকের টিকিকাটা ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রিপন মাতুব্বর বলেন,ডাঃ রুস্তম আলী ফরাজীর ঈগল প্রতীকের লোকজন হুমকি দেওয়ার পরেই এ ঘটনা ঘটেছে।

ঈগল প্রতীকের সমর্থক এবং স্থানীয় ইউপি সদস্য বাবুল হাওলাদার বলেন,অগ্নিসংযোগের বিষয়টি একটি সাজানো ঘটনা।প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এ ঘটনা ঘটানো হয়েছে।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জেন্নাত আলী জানান,ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কে বা কারা অগ্নিসংযোগ করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায় নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments