Homeআঞ্চলিকমহিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করলেন ত্রান প্রতিমন্ত্রী মহিববুর রহমান

মহিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করলেন ত্রান প্রতিমন্ত্রী মহিববুর রহমান

রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধিঃ

মহিপুরে ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন ত্রান প্রতিমন্ত্রীমহিপুরে ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন ত্রান প্রতিমন্ত্রী
পটুয়াখালী: মহিপুর বৃহৎ মৎস্য বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে মৎস্য আড়ৎ থেকে এই আগুনের সূত্রপাত

আগুন লাগার কিছু সময় পরই কালো ধোঁয়ার সঙ্গে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আড়ৎ পট্টিতে। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যোগ দিলে ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, এশার আযানের সময় হঠাৎই আগুন দেখা যায়। এর কিছু সময় পর আড়ৎপট্টিতে আগুন ছড়িয়ে পড়ে। তবে নিয়ন্ত্রণ নেওয়ার আগেই অন্তত ২৯টি মৎস্য আড়ৎ ভস্মীভূত হয়। এছাড়াও একাধিক মৎস্য ঘর আগুনে আংশিক পুড়ে যায়।

কলাপাড়া ফায়ার সার্ভিস সিভিল স্টেশনের টিম লিডার ইলিয়াস জানান, খবর পেয়ে অগ্নিনির্বাপক দলের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কতটা ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো নিরুপণ করা যায়নি। তবে ক্ষতিগ্রস্তদের দাবি এই অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে।

ওই দিকে খবর পেয়েই অগ্নিকান্ড কবলিত স্থানে ছুটে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মহিববুর রহমান । তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, আমাদের অসচেতনতা ও দায়িত্ববোধের অভাবেই সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে অগ্নিকান্ডের ঘটনাগুলো ঘটছে। তাই আগুন থেকে নিজেদের জানমাল রক্ষায় সাবাইকে আরো সচেতন হতে হবে। শনিবার বেলা এগারোটায় পটুয়াখালীর বৃহত মৎস্য বন্দর মহিপুরে আগুনে পুড়ে যাওয়া ২৯ টি মৎস্য আড়ত পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এসময় প্রতিমন্ত্রী ৮ মাত্রার ভূমিকম্প সহনীয় ভবন ছাড়া কাউকে ভবন নির্মানে অনুমতি না দেয়ার আহ্বান জানান। এছাড়া মহিপুরে একটি ফায়ার স্টেশন নির্মানের আশ্বাস দেন তিনি। পরে গতকাল রাতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী।

এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার।

কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির সহ আওয়ামীলীগের নের্তাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments