Homeঅপরাধরাঙ্গাবালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

রাঙ্গাবালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান একে সামসুদ্দিনের বিরুদ্ধে জোট বেঁধেছেন ইউপি সদস্যরা। অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে চেয়ারম্যানকে অনাস্থা প্রস্তাব দিয়েছেন তারা।

সংশ্লিষ্টরা জানান, সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের ৯ জন সাধারণ সদস্য এবং ৩ জন সংরক্ষিত নারী সদস্যের স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাবের একটি চিঠি জমা দেওয়া হয়। ওই অনাস্থা প্রস্তাবের চিঠিতে উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদ অংশের কাবিখা, কাবিটা, টিআর, এলজিএসপি, এডিপি, মৎস্য এবং ৪০ দিনের কর্মসূচিসহ উন্নয়নমূলক কাজকর্ম চেয়ারম্যান একে সামসুদ্দিন একাই করেন। শুধু নামমাত্র ইউপি সদস্যদের সিপিসি (প্রকল্প সভাপতি) করা হয়। গত এক বছর ধরে ইউনিয়ন পরিষদের কোন সদস্যকে সম্মানি ভাতা দেওয়া হয়নি। জন্মনিবন্ধন এবং ট্যাক্স (কর) বাবদ আদায় করা টাকা হিসাব নিকাশ না দিয়ে চেয়ারম্যান নিজেই আত্মসাৎ করেন।

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দেওয়া অনাস্থা প্রস্তাবে আরও বলা হয়, চরমোন্তাজ ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য বেলায়েত হোসেনের কাছ থেকে সারের ডিলার ও টিউবওয়েল বাবদ দুই লক্ষ ৮০ হাজার, ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য বেল্লাল হোসেনের কাছ থেকে টিউবওয়েল বাবদ দুই লক্ষ, ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আলী আক্কাসের কাছ থেকে মুজিববর্ষের ঘর এবং টিউবওয়েল বাবদ তিন লক্ষ ৬০ হাজার এবং ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর হোসেনের কাছ থেকে মুজিববর্ষের ঘর বাবদ ৬০ হাজার টাকা নিয়েছেন চেয়ারম্যান।

নিজ পরিষদের সদস্যদের দেয়া অনাস্থা প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান একে সামসুদ্দিন বলেন, ‘এইটা কাল্পনিক এবং এটা অসত্য-বানোয়াট। সংসদ নির্বাচনে আমি ঈগল প্রতীকের প্রার্থীর পক্ষ করেছি-এটা সেটারই প্রতিফল। ইউপি সদস্যদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি ভুয়া। আমি কোন কাজের সিপিসি হয়নি। ওগুলো সব ভুয়া।’ এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘চরমোন্তাজ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেয়েছি। এখন যাচাই-বাছাই এবং তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments