Homeআঞ্চলিকরাজমিস্ত্রী মিঠু বাঁচতে চায়, দরকার বিত্তবান ব্যক্তিদের একটু সহযোগিতা।

রাজমিস্ত্রী মিঠু বাঁচতে চায়, দরকার বিত্তবান ব্যক্তিদের একটু সহযোগিতা।

রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধিঃ

যার আয়ে চলতো চার জনের সংসার। সে কিনা আজ নিজেই সংসারের বোঝা হয়ে দাঁড়িয়েছে। বলছি পটুয়াখালী কলাপাড়া পৌর শহর এতিমখানা এলাকার রাজমিস্ত্রী কামরুল ইসলাম মিঠুর কথা। পরিবারে দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে কোন রকমের সংসার চলতো মিঠুর। বেশ কিছুদিন আগে থেকেই ডান রানের উপরে অংশে ব্যাথা অনুভব হলে ব্যাথানাশক ঔষধ খেয়ে কাজ করতো রাজমিস্ত্রী মিঠু। এর কিছুদিন পর ডান রানের উপরের অংশে টিউমারের মতো দেখা দিলে ধীরে ধীরে বড় হয়ে অসহনীয় ব্যাথা করতো মিঠুর। একপর্যায়ে টিউমার বড় হওয়ায় সেটা মিড টাউন হাসপাতাল বরিশালে অপারেশন করেন। টিউমারের কাটা অংশ টেস্ট করলে তাতে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে বলে বিশেষজ্ঞ চিকিৎসক নিশ্চিত করেন। বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী ঢাকাতে ডা. নিশাত মেহজাবিনের তত্ত্বাবধানে রয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসক তাকে ১২টি কেমোথেরাপি দেওয়ার কথা বলেন। বর্তমানে মিঠু ধারদেনা করে ইতোমধ্যে ২টি কেমোথেরাপি দিয়েছে। প্রতিমাসে ২টি কেমোথেরাপি দিতে হবে বলে চিকিৎসক জানিয়েছে। প্রত্যেক কেমোথেরাপি ও ঔষধ বাবদ খরচ মাসে প্রায় ৩২ হাজার টাকা। যা দিন মজুর রাজমিস্ত্রী মিঠুর পক্ষে কোনভাবে যোগাড় করা সম্ভব না। সমাজের কোন হৃদয়বান বা বিত্তবান মানুষ যদি একটু একটু করে সহযোগিতা করলে হয়তো বেঁচে যেতে পারে দিনমজুর মিঠুর জীবন। কামরুল ইসলাম মিঠুকে সহায়তা করতে পারেন ।

বিকাশ নম্বর (মিঠু)
০১৭২৮১৯৫৩৫৩ নগদ নম্বর (ভাই) ০১৭৩৫২৬৭৩৭৪ ব্যাংক হিসাব নং জাহানারা বেগম (স্ত্রী) সঞ্চয়ী হিসাব নাম্বার- ৭৪৯৬
খেপুপাড়া শাখা, রূপালী ব্যাংক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments