Homeজাতীয়সাপ্তাহিক ছুটিতে হাজারো পর্যটকের আগমন কুয়াকাটায়

সাপ্তাহিক ছুটিতে হাজারো পর্যটকের আগমন কুয়াকাটায়

কেএম শাহাবুদ্দিন শিহাব, স্টাফ রিপোর্টঃ

সাপ্তাহিক ছুটি কাটাতে পটুয়াখালীর কুয়াকাটায় ভীড় করেছে লাখ লাখ পর্যটক। প্রতি সপ্তাহের ন্যায় বৃহস্পতিবার (১ লা ফেব্রুয়ারি) বিকাল থেকেই পর্যটন নগরী কুয়াকাটায় ভীড় বাড়তে শুরু করে। তাই পর্যটকদের আগমনে সরগরম হয়ে উঠেছে কুয়াকাটা।

সরেজমিনে ঘুরে দেখা যায়,শুক্রবার(২ ফেব্রুয়ারী) সকাল থেকে আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়ীতে আনন্দ উন্মাদনায় মেতেছেন।
কেউ সৈকতের বেঞ্চিতে বসে শান্ত সমুদ্রের বিশালতা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। কেউ আবার ঘুরে দেখছেন তিন নদীর মোহনা, লেম্বুরবন, শুটকি পল্লী, ঝাউবাগান ও গঙ্গামতি সহ পর্যটন স্পটগুলো।

ঢাকা থেকে আগত সালাউদ্দিন মোরশেদ বলেন, সারাদিন কাজ করতে হয়। কাজ করতে করতে বিরক্ত চলে আসে। শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে এক ঘেয়ামি ও নাগরিক কোলাহল থেকে মুক্তি পেতে প্রকৃতির কাছে কুয়াকাটা ভ্রমণে এসেছি।
তিনি আরও বলেন, এখানে আসার পরে খাবার হোটেলের খাবারের মানের চেয়ে দাম বেশি মনে হয়েছে।

ঝিনুক ব্যবসায়ী সুমন খলিফা বলেন, লাখো পর্যটকদের আগমন ঘটছে কুয়াকাটা । পর্যটক আসলে আমাদের কাছে ঈদের দিন মনে হয়। যার ফলে বিক্রি বেড়েছে পর্যটন সংম্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে।

কুয়াকাটা হোটেল হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, কুয়াকাটাতে প্রায় ২০০ আবাসিক হোটেল রয়েছে,আজকে সাপ্তাহিক ছুটি উপলক্ষে আমাদের হোটেলগুলো শতভাগ বুকিং রয়েছে, কুয়াকাটার বাহির ও ৫ থেকে ১০ কিলোমিটার দূরের হোটেলগুলো বুকিং রয়েছে। এটা পর্যটন ব্যবসায়ীদের জন্য খুশির বিষয়।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। আমাদের টিম সর্বদাই কাজ করে পর্যটকদের নিরাপত্তার জন্য। আমরা সর্বদায় প্রস্তুত তাদের জানমাল রক্ষায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments