Homeআঞ্চলিকহিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা

হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা

আনোয়ার হোসাইন (হৃদয়) নিজস্ব সংবাদদাতাঃ

দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিচ্ছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। উপজেলা সকল মন্দিরগুলোতে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে সারা রাত পাহারায় ছিলেন তাঁরা। এছাড়াও সংখ্যালঘু পরিবারের খোঁজখবর নেওয়াসহ নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে জামায়াত।

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা মু. কবির হুসাইন বলেন, গত মঙ্গলবার থেকে আমরা নেতা-কর্মীদের আশপাশের হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছি। তাঁদের মনে সাহস দিতে বলেছি। হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে জামায়াত রয়েছে। জামায়াত মনে করে, সংখ্যালঘু বলে দেশে কিছু নেই, সবাই দেশের নাগরিক। আজ উপজেলার সকল মন্দির পরিদর্শন করেছি। তাঁদের এই আশ্বাস দিচ্ছি যে, হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে আমরা রয়েছি। হিন্দু-মুসলিম আমরা সবাই ভাই ভাই, এ দেশেরই নাগরিক।

তিনি আরো জানান,গত মঙ্গলবার থেকে রাঙ্গাবালী উপজলার সকল মন্দিরের জায়গায় পাহারা নিশ্চিতে কর্মীদের নির্দেশ দিয়েছি এবং বেশ কয়েকটা মন্দিরে পরিদর্শন করেছি।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) সারারাত মন্দির পাহাড়ায় থাকবেন জামায়াত-শিবির দলের কর্মীরা। দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments