Homeসারাদেশবরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ২, আহত ১০

বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ২, আহত ১০

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

রবিবার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সোহরাব (৩৮) ও রুবেল (৪০)।

প্রত্যক্ষদর্শী ও বাসে থাকা যাত্রীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস সাকুরা পরিবহণ উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিতে থাকা দুজন সোহরাব (৩৮) ও রুবেল (৪০) ঘটনাস্থলেই মারা যান।

ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি সড়কের পার্শ্ববর্তী একটি গাছের ওপর আছড়ে পড়লে বাসে থাকা হেলপারসহ ৮-১০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে হেলপারকে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উজিরপুর থানার এএসআই ফিরোজ আলম জানান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত দুজনই উজিরপুর উপজেলার বাসিন্দা। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য বরিশালে পাঠানো হয়েছে। বাসচালক পলাতক রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments