Homeঅন্যান্যফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ দিল বাক্কো

ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ দিল বাক্কো

সফল ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) সহযোগিতায় আয়োজিত ‘ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা: তোমার লক্ষ্য অর্জন কর’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ৯০ ফ্রিল্যান্সার অংশ নেন। গতকাল শনিবার এক অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশ নেওয়া ফ্রিল্যান্সারদের সনদ তুলে দেন বিজনেস প্রমোশন কাউন্সিলের সমন্বয়কারী মো. আবদুর রহিম খান ও বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাক্কো।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুর রহিম খান বলেন, ‘ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। বাক্কো ও বিপিসি সব সময় ফ্রিল্যান্সারদের পাশে রয়েছে। ভবিষ্যতে অনলাইনে এ ধরনের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

বিশেষ অতিথির বক্তব্যে বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে থাকা মেধাবী ফ্রিল্যান্সারদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তায় পরিণত করতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনা পেয়েছেন ফ্রিল্যান্সাররা। বিভিন্ন সমস্যা সমাধানের কৌশলও শিখেছেন। আমরা আশা করছি, প্রশিক্ষণ পাওয়া ফ্রিল্যান্সাররা নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি কর্মসংস্থানেও ভূমিকা রাখবেন।’

বাক্কোর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বলেন, ‘গত বছর থেকে চালু হওয়া উদ্যোক্তা তৈরির এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে এরই মধ্যে অনেক ফ্রিল্যান্সার নিজেদের উদ্যোগ শুরু করেছেন। এটা আমাদের জন্য অনেক গর্বের ও আনন্দের।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাক্কো সহসভাপতি তানভীর ইব্রাহীম ও পরিচালক তানজিবা রহমান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments