Homeদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনফেনীর সোনাগাজীতে ভোটকেন্দ্রে পেট্রল বোমা নিক্ষেপ

ফেনীর সোনাগাজীতে ভোটকেন্দ্রে পেট্রল বোমা নিক্ষেপ

ফেনী জেলার সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের দশআনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রের অফিস কক্ষে পেট্রল বোমা নিক্ষেপের পর প্রিসাইডিং অফিসারসহ উপস্থিত সবাই মিলে পানি দিয়ে আগুন নিভিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাগনভূঞা-সোনাগাজী সার্কেল) তাসলিম হোসাইন।

কেন্দ্রে দায়িত্বরত সোনাগাজী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আবুল খায়ের বলেন, বিদ্যালয় ভবনটির বাইরে থেকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে কে বা কারা কেন্দ্রের অফিস কক্ষে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দিয়েছে। পরে আমরা আগুন নিভিয়েছি। এতে নির্বাচনী কোনো সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়নি।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। নির্বাচনী কোনো সরঞ্জামের ক্ষতি হয়নি। এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments