Homeদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনপিরোজপুর-৩ আসনে ১৪ হাজার ৫০৯ ভোট বেশি পেয়ে বিজয়ী শামীম শাহনেওয়াজ

পিরোজপুর-৩ আসনে ১৪ হাজার ৫০৯ ভোট বেশি পেয়ে বিজয়ী শামীম শাহনেওয়াজ

মো. রুম্মান হাওলাদার, পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ শামীম শাহনেওয়াজ (কলার ছড়ি) প্রতীক ১৪ হাজার ৫০৯ ভোট বেশি পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন। ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ ৮৪টি ভোট কেন্দ্র থেকে তিনি মোট ৬২ হাজার ১৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ডাঃ রুস্তম আলী ফরাজী পান ৪৭ হাজার ৬২১ ভোট।

এই আসনে মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৪৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৯৬৭ জন।মহিলা ভোটার ১ লাখ ১০ হাজার ৪৭৪ জন। হিজড়া ভোটার ১ জন।

রবিবার (৭ জানুয়ারি) রাত ৯টায় মঠবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম। এ সময় বিজয়ী প্রার্থী শামীম শাহনেওয়াজ, প্রতিদ্বদ্ধী প্রার্থীগণ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিজাইডিং ও পোলিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

শামীম শাহনেওয়াজ সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুর রহমানের আপন বড় ভাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর- ৩ আসনে নৌকার প্রার্থী হয়েছিলেন আশরাফুর রহমান। কিন্তু জাতীয় পার্টির সাথে আসন সমঝোতার কারনে এ আসন থেকে নৌকা প্রত্যাহার করে লাঙ্গলের প্রার্থী দেওয়া হয়। মূলত আশরাফুর রহমানের জনপ্রিয়তার ফসল হিসেবে তার আপন বড় ভাই শামীম শাহনেওয়াজ এমপি নির্বাচিত হন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments