Homeআঞ্চলিককুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় শতাধিক তরুণ-তরুণী

কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় শতাধিক তরুণ-তরুণী

কুয়াকাটা প্রতিনিধিঃ

জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবিলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, পরিবেশ সুরক্ষা নিশ্চিতসহ সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে শতাধিক তরুণ ও তরুণী কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় এডুকোর কারিগরি সহযোগিতায় এমপাওয়ার প্রকল্পের আওতায় এনএসএস (নজরুল স্মৃতি সংসদ) এ কর্মসূচি আয়োজন করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কুয়াকাটা সমুদ্র সৈকতকে একটি পরিচ্ছন্ন বিনোদন কেন্দ্রে পরিণত করার স্লোগান নিয়ে শতাধিক তরুণ ও তরুণী সৈকতে বেড়াতে আসা মানুষকে সচেতন করছে।

দিনব্যাপী ক্যাম্পেইনে সচেতনতার অংশ হিসেবে কয়েকটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে- যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না, পরিবেশ দূষণ করব না। সমুদ্র সৈকতকে পরিষ্কার করি, পরিচ্ছন্ন বিনোদনকেন্দ্র নিশ্চিত করি। সবাই মিলে কাজ করি, পরিবেশবান্ধব সমাজ গড়ি ও বেশি বেশি গাছ রোপণ করি, পরিবেশের ভারসাম্য রক্ষা করি।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুয়াকাটা সমুদ্র সৈকতের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. হাসনাইন পারভেজ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মো. নাসির উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, নাগরিক টেলিভিশনের সাংবাদিক আসাদুজ্জামান মিরাজসহ ইয়ুথ গ্রুপের শতাদিক তরুণ-তরুণী।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পরিদর্শক (ওসি) হাসনাইন পারভেজ বলেন, তরুণদের চলমান এই কার্যক্রমকে আমরা স্বাগত জানাই, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সেই সঙ্গে ভ্রমণে আসা পর্যটকদেরও সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানাচ্ছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments