Homeজাতীয়কুয়াকাটায় ব্লকের বদলে জিওব্যাক, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কুয়াকাটায় ব্লকের বদলে জিওব্যাক, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কুয়াকাটা প্রতিনিধিঃ

পর্যটন কেন্দ্র কুয়াকাটা গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় ৪৮ পোল্ডারের বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ উঁচুকরণ কাজে মাটির পরিবর্তে বালু দেয়া এবং ব্লক না দিয়ে জিওব্যাগে লোকাল বালুভর্তি বস্তা দেওয়ার ঘটনায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বুধবার ২৪ জানুয়ারি সকাল ১১টার দিকে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার সরজমিন পরিদর্শন করে কাজ বন্ধ করে দিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, কুয়াকাটা চৌরাস্তার পশ্চিম দিকের এই বেড়িবাঁধের কাজটি খুবই নিম্নমানের এবং লোকাল বালু দিয়ে করা হচ্ছে যা আমাদের জন্য আরো বেশি ঝুঁকিপূর্ণ। বন্যার পানিতে চাপ দিলে নিমিষেই বাঁধটি বিলিন হয়ে যাবে। পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, অন্য অন্য যায়গায় মাটি দেওয়া হলেও এখানে বালু দিয়ে বেড়িবাধের কাজ চলতে ছিলো, এই কাজ খুবই নিম্নমানের। এই উপকূলের মানুষ বন্যা এবং জলোচ্ছ্বাসের ঝুঁকি নিয়ে বসবাস করে। তাই বেড়িবাঁধটি টেকসই ও মজবুত হলে বন্যা কিংবা জলোচ্ছ্বাস প্রতিরোধে ভূমিকা রাখবে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ফিল্ড ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম বলেন, উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প এ কাজটি করছে। ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে চীনা সিকো কোম্পানি আগামী ৩১ জানুয়ারি এই কাজটি মেয়াদ শেষ হবে। তাই ইমার্জেন্সি কাজটি শেষ করার নির্দেশ দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজের ত্রুটির কথা স্বীকার করে তিনি আরো বলেন, আমাদের বাজেট নেই, তাই মোটামুটি ইমারজেন্সি কাজটি করে করতে চাচ্ছিলাম।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পৌরমেয়রের নির্দেশে কাজটি কাজটি বর্তমানে বন্ধ রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments