Homeআঞ্চলিকট্রলারডুবি: বঙ্গোপসাগরে নিখোঁজের ১৩ দিন পর ৭ জেলে উদ্ধার

ট্রলারডুবি: বঙ্গোপসাগরে নিখোঁজের ১৩ দিন পর ৭ জেলে উদ্ধার

শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে  উদ্ধার সাত জেলেকে কলাপাড়ার আলিপুর বন্দরে নিয়ে আসা হলে তাদের কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- তানমুন, তামিম, হৃদয়, আব্দুর রহমান, আবু সালেহ, রাজিব ও ছালাম মৃধা। তাদের বাড়ি কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নে।
জানা গেছে, গত ১৫ নভেম্বর বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলির ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে এমডি রহমত উল্লাহ ট্রলার ডুবিতে এই সাত জেলে নিখোঁজ হয়।
ট্রলার মালিক রহমাতুল্লাহ বলেন, ১৭ নভেম্বর তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এরপর তারা চার রাত চার দিন ডুবে যাওয়া ট্রলারের বাঁশ ও কন্টেইনার ধরে সাগরে ভাসছিলেন। ঝড়ের পূর্বাভাস কেটে যাওয়ার পর জেলেরা মাছ শিকারে সাগরে নামলে ভোলার একটি বড় ট্রলার সাত জেলেকে সাগরে ভাসমান মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাদের ট্রলারে আশ্রয় দেয়।  এতদিন তারা ওই ট্রলারে সাগরে থাকলেও শুক্রবার তাদের কলাপাড়ায় নিয়ে আসা হয়। তারা বর্তমানে কিছুটা সুস্থ রয়েছে বলে জানান।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, প্রতিটি ট্রলারে যদি লাইফ জ্যাকেট থাকতো তাহলে সমুদ্রে ট্রলার ডুবিতে জেলেদের প্রাণহানির ঘটনা কমে আসত। তাই আমরা এ ব্যাপারে পদক্ষেপ নিব।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments