Homeঅন্যান্যবরগুনায় ৮ পাসহ ৬০ কেজি হরিণের মাংস জব্দ

বরগুনায় ৮ পাসহ ৬০ কেজি হরিণের মাংস জব্দ

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার পাথরঘাটায় আটটি পাসহ ৬০ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। রোববার (৫ মে) দুপুর ২:১৫ মিনিটের দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ এলাকার খেয়াঘাটের কাছের একটি বাড়ির পুকুর পাড় থেকে মাংসগুলো জব্দ করা হয়।
তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজ জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুকুর পাড়ে একটি ককশিট ভর্তি মাংসগুলো বরফ দিয়ে মাটিচাপা দেওয়া অবস্থায় জব্দ করা হয়। পরে বন বিভাগের কাছে আটটি পাসহ উদ্ধার ৬০ কেজি মাংস হস্তান্তর করা হয়।আদালতের নিদের্শনা অনুযায়ী কেরোসিন দিয়ে মাটিচাপা দেওয়া হবে। গত একমাসে কোস্টগার্ড পৃথক তিনটি অভিযানে মোট ৩০৫ কেজি হরিণের মাংস ও বন বিভাগের হাতে দুটি জীবিত হরিণ উদ্ধার হয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments