Homeআঞ্চলিকআমতলীতে আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আমতলীতে আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরগুনা প্রতিনিধি:

আমতলীতে সড়ক ও জনপথের জমি দখল করে একে¯স্কুল থেকে নতুন বাজার চৌরাস্তা মোর পর্যন্ত গড়ে তোলা আড়াই শতাধিক অভৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার (১৮মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন আমতলী সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান।

জানা গেছে, আমতলী সরকারী একে হাইস্কুল চত্তর থেকে নতুন বাজার চৌরাস্তা মোর পর্যন্ত শত শত ব্যসায়ীরা সড়ক ও জনপথের নির্মিত মহাসড়কের ফুট পাত দখল করে টিনের ঘর তুলে ব্যবসা পরিচালনা করে আসছিল। এছাড়া আবার কিছু প্রভাবশালী মহল এসকল জমি দখল করে ঘর ভাড়া দিয়ে অবৈধ আয়ের পথ খুলে বসেছিল। দীর্ঘদিন ধরে এসকল প্রভাবশালীদের অবৈধ স্থাপনা সড়ানোর জন্য উপজেলা প্রশাসন ও পৌরসভা নির্দেশ দিলেও তা কার্যকর না করায় শনিবার সকাল ৯টা থেকে আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়ার রহমান এবং আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসানের নেতৃত্বে পুলিশ এবং পৌরকর্মচারীদের সহযোগিতায় আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এখনো যে সকল অবৈধ স্থাপনা সড়িয়ে নেওয়া হয়নি তা আগামী ২-৩ দিনের মধ্যে সড়িয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান বলেন, মহাসড়ক আইন ২০২১ অনুযায়ী সড়কের পাশে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলদারদের বিরুদ্ধে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments