Homeআঞ্চলিকতালতলীতে ৫ হাজার কৃষকের মাঝে বীজ-সার ও নারিকেল চারা বিতরণ 

তালতলীতে ৫ হাজার কৃষকের মাঝে বীজ-সার ও নারিকেল চারা বিতরণ 

তালতলতলী(বরগুনা)প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে ৫ হাজার ৩শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (০৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে এ প্রণোদনা দেওয়া হয়।

জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উফশী আমন ধান ও নারিকেল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ৮শ’ কৃষকে আমন ধানের বীজ ও সার প্রদান করা হয়। যেখানে প্রতিজন কৃষককে ৫ কেজি আমন ধানের বীজ, ২০ কেজি সার প্রদান করা হয়েছে। এছাড়াও ৫শ’ কৃষকে নারিকেল চারা দেওয়া হয়। যেখানে প্রতিজন কৃষক ৫ টি করে নারিকেল চারা বিতরণ করা হয়।

বীজ ও সার বিতরণকালে উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবী-উল-কবির, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা, উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ ইলিয়াস, ইউপি সদস্য রতন কুমার বিশ্বাস প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments