Homeআঞ্চলিকবঙ্গোপসাগর উত্তাল থাকায় আশানুরূপ ইলিশের দেখা না পাওয়ায় হতাশ উপকূলের জেলেরা

বঙ্গোপসাগর উত্তাল থাকায় আশানুরূপ ইলিশের দেখা না পাওয়ায় হতাশ উপকূলের জেলেরা

রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধিঃ

বঙ্গোপসাগর উত্তাল থাকায় আলিপুর-মহিপুর মৎস্য বন্দরে ফিরছে মাছ ধরার হাজার হাজার ট্রলার।

পটুয়াখালীতে বৈরী আবহাওয়া ও গভীর সমুদ্রে আশানুরূপ ইলিশের দেখা না পাওয়ায় হতাশা দেখা দিয়েছে পটুয়াখালীর কলাপাড়ার বৃহত্তম মৎস্যবন্দর আলিপুর-মহিপুরের জেলে পরিবারের মাঝে। বৈরী আবহাওয়ার কারণে লোকসানের মুখে সামুদ্রিক মাছ আহরণের সঙ্গে জড়িত জেলেরা।

পায়রা সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে পটুয়াখালী আবহাওয়া অফিস। তাই দক্ষিণ বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে বঙ্গোপসাগর উত্তাল থাকায় নিরাপদ আশ্রয়ে আলিপুর-মহিপুর মৎস্য বন্দরে ফিরছে মাছ ধরার হাজার হাজার ট্রলার। তাই ট্রলারের শহরে পরিণত হয়েছে শিব বাড়িয়া নদী। বোটগুলো ঘাটে ফিরলেও ইলিশের দেখা মেলেনি।

জেলেরা জানান, বছরের বেশিরভাগ সময় সরকারি নিষেধাজ্ঞা থাকে। এর মধ্যে আবার আবহাওয়া খারাপ থাকায় আমাদের পেশা বিলীন হয়ে যাচ্ছে। আমরা অবরোধ শেষে সাগরে যেতে পারলাম না। এদিকে আবহাওয়া খারাপের কারণে ফিরে আসলাম। কোনো ইলিশের দেখা পাইনি। তৈল এবং বাজারের টাকা সব লস হয়ে গেল।

তিন উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ

এদিকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মিল রেখে একযোগে অবরোধ এবং জেলেদের সরকারি সুবিধা ও বিকল্প কর্মসংস্থানের দাবি জানান তারা।

জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, গত মৌসুমের তুলনায় এবার বেশি ইলিশ আহরণের সম্ভবনা রয়েছে। তাই আবহাওয়া অনুকূলে এলেই আবারও গভীর সমুদ্রে যাবেন জেলেরা। এদিকে জেলেদের নিরাপত্তায় নানা ধরনের ডিভাইস প্রদানসহ অন্যান্য উদ্যোগ নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments