Homeসচেতনতাগলাচিপায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সঞ্জিব দাস

গলাচিপায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সঞ্জিব দাস

হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪। এবারের প্রতিপাদ্য “স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ”। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে গলাচিপা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে হাত ধোয়া প্রদর্শনী, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গলাচিপা উপজেলা চত্বরে হাত ধোয়া প্রদর্শনীর পর একটি র‍্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব হাসান শিবলী এর উপস্থাপনায় এবং সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, প্রকৌশলী এমএম আসাদুজ্জামান আরিফ, গলাচিপা সদর ইউপি. চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টুটু, গোলখালী ইউপি. চেয়ারম্যান মু. নাসির উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ অনেকে। আলোচনা সভায় বক্তারা হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন তথ্য ও উপাত্ত তুলে ধরেন।

পাঁচ বছরের কম বয়সী শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া উভয় প্রবনতা কমাতে পানি ও সাবান দিয়ে হাত ধোয়া একটি ব্যয়-সাশ্রয়ী উদ্যোগ। কিছু নির্দিষ্ট সময়, বিশেষ করে খাবার গ্রহণের পূর্বে বা খাবার প্রস্তুতের পূর্বে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে দুই হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়ার হার প্রায় ৪০ শতাংশের বেশি ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রায় ২৩ শতাংশ কমানো সম্ভব।

উল্লেখ্য, সুস্বাস্থ্য ও উন্নয়নের লক্ষ্যে জনসাধারনের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা ও প্রচারের উদ্দেশ্যে সারা বিশ্বে একযোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়। ২০০৮ সাল থেকে প্রতি বছর ১৫ অক্টোবর দিবসটি পালিত হয়ে আসছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments