Homeসারাদেশবাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটার দুই দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন

বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটার দুই দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন

জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা প্রতিনিধিঃ

পর্যটন শিল্পকে আরো বিকশিত করতে কুয়াকাটায় শুরু হয়েছে আজ থেকে দুইদিন ব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা’। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বর্ণাঢ্য রেলীর মাধ্যমে সকালে ফেস্টিভ্যাল শুরু হয়।

শুক্রবার (৮ডিসেম্বর) সকাল ১০ টায় কুয়াকাটা পৌরসভার সামনে থেকে রেলী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সৈকত প্রঙ্গণে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন বানিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং উপভোগ করেন স্থানীয় শিল্পীদের মনগ্রসংস্কৃতিক অনুষ্ঠান।

উদ্বোধন শেষে হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনাল এর সম্মেলন কক্ষে “পর্যটনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন তপন কান্তি ঘোষ, সিনিয়র সচিব বানিজ্য মন্ত্রণালয়। বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের।

বিষেশ অতিথি ছিলেন, অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান, চেয়ারপার্সন এসএমই ফাউন্ডেশন, শিল্প মন্ত্রণালয়, মোঃ শওকাত আলী, বিভাগীয় কমিশনার, বরিশাল বিভাগ, মোঃ নুর কুতুবুল আলম,জেলা প্রশাসক পটুয়াখালী, মোঃ সাইদুল ইসলাম, পুলিশ সুপার পটুয়াখালী, শুভ্রদেব বিশিষ্ট সংগীত শিল্পী, শামীমা তুষ্টি অভিনেত্রী।

এসময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ জাবের জানিয়েছেন, সম্ভাবনাময় পর্যটনশিল্পে উদ্যোক্তা হওয়ার অফুরান্ত সুযোগ রয়েছে, তরুণদের ভেতরের শক্তিকে জাগাতে পারলেই আমাদের উন্নয়নের লক্ষ্যে পৌছুতে পারবো।

জানা গেছে উক্ত ফেস্টিভ্যালের সহযোগিতায় রয়েছে, জেলা প্রশাসন পটুয়াখালী, উপজেলা প্রশাসন কলাপাড়া, কুয়াকাটা পৌরসভা, কুয়াকাটা প্রেসক্লাব, ট্যুর অপারেটরের অ্যাসোসিয়েশন অফ কুয়াকাটা টোয়াক কুয়াকাটা টুরিস্ট বোট মালিক সমবায় সমিতি লিমিটে, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম), ট্যুর অপারেটর এসোসিয়েশন, ট্যুর গাইড, হোটোল-মোটেল ওনার্স এসোসিয়েশন, কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন, সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাগর কন্যা মিডিয়া টিম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments