Homeআঞ্চলিকসাগরকন্যা কুয়াকাটা যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস

সাগরকন্যা কুয়াকাটা যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস

জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা প্রতিনিধিঃ পটুয়াখলী কুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯ টায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কুয়াকাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পর্যটন হলিডে হোমসের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আঃ বারেক মোল্লা, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির আহম্মদ ভূইয়া, সহ সভাপতি তোফায়েল আহমেদ তপু, কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মজিবুর রহমান সহ প্রমুখ।

এদিকে কুয়াকাটা পৌরসভার আয়োজনে সকাল ৯,৩০ মিনিটে র‍্যালী বের করেন। র‍্যালীটি কুয়াকাটা মহা সড়ক প্রদক্ষিন শেষে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন মেয়র মোঃ আনোয়ার হাওলাদার, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মন্ডলীসহ প্রমুখ। এতে পৌর সভার কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

এছাড়া কুয়াকাটা প্রেসক্লাব,মহিপুর থানা পুলিশ,কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ,ট্যুর অপারেটরস এসাসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), কুয়াকাটা শুভ সংঘ ক্লাব, মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগ, লতাচাপলি ইউনিয়ন আওয়ামী লীগ,মহিপুর থানা যুবলীগ, কুয়াকাটা খানাবাদ কলেজ,মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ, জালাল উদ্দীন ডিগ্রি কলেজ, মহিপুর মাধ্যমিক বিদ্যালয়,বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন পৃথক পৃথক দিবসটি পালন করে।

সকাল বেলা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ মিনারে ফুল দিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাজারো মানুষ।

আলোচনা সভায় বক্তব্যে বলেন, রক্তের বিনিময় পেয়েছি আমরা স্বাধীনতা সেই স্বাধীনতাকে বিশ্বের দরবারে পরিচিত করছে জননেত্রী শেখ হাসিনা। এবং এই বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭ জানুয়ারি নতুন বিজয় আসবে এটাই আশা করি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments